সোশ্যাল মিডিয়ায় প্রতারণার নতুন ফাঁদ, বিজ্ঞাপন দেখে আবেদন করে প্রতারণার শিকার এক যুবতি।

0
211

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সোশ্যাল মিডিয়ায় এমস হাসপাতালের চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করে প্রতারণার শিকার শান্তিপুর ফুলিয়া কালিপুরের এক যুবতী। আজ প্রতারণার অভিযোগে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে যুবতীর বাবা সাধন সিকদার। তিনি অভিযোগ করেন বেশ কয়েক দফায় টাকা নাই ওই প্রতারক, তারপরে আবারো টাকা চেয়ে চাপ সৃষ্টি করে। তাদের সন্দেহ হওয়াতে আজ তারা শান্তিপুর থানার দ্বারস্থ হয়, এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে। তবে প্রতারিত যুবতীর বাবার অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।