কালচিনি ব্লকের দলসিংপাড়াতে রবিবার ডুয়ার্স কিরাত রাই সমাজের পক্ষ থেকে উধৌলি সাকেলা উৎসব আয়োজিত হল।

0
747

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনি ব্লকের দলসিংপাড়াতে রবিবার ডুয়ার্স কিরাত রাই সমাজের পক্ষ থেকে উধৌলি সাকেলা উৎসব আয়োজিত হল। রাই সমাজের মহান উৎসব উধৌলি সাকেলা উৎসব এবছর আয়োজিত হল দলসিংপাড়াতে। এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে রাই জনজাতির মানুষেরা এদিন দলসিংপাড়াতে উপস্থিত সাকেলা উৎসবে উপস্থিত ছিলেন। এছাড়া এদিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে রাই সমাজের বিশিষ্ট ব‍্যাক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির পক্ষ থেকে প্রশান্ত থুলুং রাই জানান, রাই সমাজের সংস্কৃতি তুলে ধরা হয়েছে এছাড়া প্রকৃতি পুজো আয়োজিত হয়েছে।