আবাস যোজনার ঘর না পেয়ে আশা কর্মীকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।

0
413

কোচবিহার, নিজস্ব সংবাদদাত: আবাস যোজনার ঘর না পেয়ে আশা কর্মীকে ঘিরে বিক্ষোভ স্থানীয় মানুষদের। ঘটনাটি ঘটেছে মরানদীর কুঠি এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গেছে, ঢাং ঢিং গুড়ি গ্রাম পঞ্চায়েতে ১৩৯ নং বুথে মরা নদীর কুঠি এলাকায় গরীব মানুষ ঘর না পেয়ে আশা কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, এলাকার গরীব মানুষ ঘর না পেলেও পঞ্চায়েতের বাবার নামে ঘর রয়েছে। সেই কারণে এলাকার মানুষ যে আশা সার্ভে করেছে,তারপর আলাদা লিস্টের নামে ঘর এসেছে। তাই তারা আশা কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান।

এদিন এবিষয়ে স্থানীয় বাসিন্দা দুলাল মিত্র জানান,এলাকার গরীব মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকা থেকে বাদ দিয়ে পঞ্চায়েত প্রধানের বাবা ও স্থানীয় তৃণমূল নেতাদের ঘর দেওয়া হয়েছে। আশা কর্মী যে সার্ভে করে নিয়ে গিয়েছে সেই লিস্ট তারা পাল্টে নিজেদের মর্জি মত লিস্ট তৈরি করে জমা দিয়েছে। যারা ঘর পাওয়ার যোগ তারা ঘর পাচ্ছেনা। আর ঘর পাচ্ছে যারা পাকা বাড়ি রয়েছে, ছেলে চাকরি করে এমন লোক। তাই আমরা আমাদের ঘরের সার্ভে যে আশা কর্মী করেছে তার বাড়ি ও তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছি।