কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুসারে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালেও মঙ্গলবার অনুষ্ঠিত হলো করোনা বিষয়ক মক ড্রিল।

0
281

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সম্প্রতি চিন সহ বিশ্বের বেশ কিছু দেশে নতুন করে করোনা সংক্রমণের খবর পেতেই নড়েচড়ে বসে কেন্দ্র এবং রাজ্যে সরকার।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে ২৭ শে ডিসেম্বর দেশ জুড়ে ছড়িয়ে থাকা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র গুলোতে এই মুহূর্তে করোনা সংক্রমণ এবং তার চিকিৎসা করতে ঠিক কতটা প্রস্তুত রয়েছে ব্যবস্থা তা ক্ষতিয়ে দেখতে এই বিশেষ মক ড্রিলের আয়োজন করা হলো।
জলপাইগুড়ি মেডিকেল কলেজে ও হাসপাতালের এম এস ভি পি, কল্যাণ খান এই প্রসঙ্গে জানান, জলপাইগুড়িতে পর্যাপ্ত ব্যবস্থা তৈরী আছে, করোনা মোকাবিলা করার জন্য।