শুক্রবার বালুরঘাট শহরে বিক্ষোভ র‍্যালি করে জেলা শাসকের দফতরে ডেপুটেশান দিল দক্ষিণ দিনাজপুর জেলা বিড়ি শ্রমিক সংঘ।

0
196

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:-  নতুন কার্ড তৈরি সহ একাধিক প্রাপ্য সুবিধার দাবিতে, শুক্রবার বালুরঘাট শহরে বিক্ষোভ র‍্যালি করে জেলা শাসকের দফতরে ডেপুটেশান দিল দক্ষিণ দিনাজপুর জেলা বিড়ি শ্রমিক সংঘ। এদিন এই সংগঠনের শ-খানের পুরুষ ও মহিলা বিড়ি শ্রমিক এই আন্দোলনে সামিল হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বিড়ি শ্রমিকদের সুযোগ সুবিধার প্রয়োজনে কেন্দ্র সরকার রাজ্যকে নির্দেশ দিয়েছে। কিন্ত রাজ্য জেলা প্রশাসনকে এনিয়ে কোনো নির্দেশ দেয়নি। যার ফলে বিড়ি শ্রমিক ওয়েলফেয়ার কমিটি তৈরি হয়নি। এর কারণে নতুন করে বিড়ি শ্রমিকদের কার্ড হচ্ছেনা। এছাড়া নায্য মজুরি, পিএফ তাদের দেওয়া হচ্ছেনা। নিজেদের দাবি আদায়ে এদিন এই বিক্ষোভ বিড়ি শ্রমিকদের। এই সংগঠনের জেলা সভাপতি ওমপ্রকাশ মাহাত জানান, ২০১৮ সাল থেকে আমরা সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। মোট ৭ দফা দাবিতে আমাদের এই আন্দোলন।