অনুব্রত মামলায় শিবের মায়ের গোপন জবানবন্দি।

0
256

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তাঁরই দলের মামলাকারী শিবঠাকুর মন্ডলের মা সুভদ্রা মণ্ডল এবং দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের উপ প্রধান অর্জুন সাহাকে আজ দুবরাজপুর আদালতে তোলা হল দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে। আদালত সূত্রে জানা যায়, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করেছিলেন দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিব ঠাকুর মন্ডল। সেই মামলার তদন্তের স্বার্থে গোপন জবানবন্দি নেওয়ার জন্য শিবঠাকুর মণ্ডলের মা সুভদ্রা মণ্ডল ও বালিজুড়ি পঞ্চায়েতের উপ প্রধান অর্জুন সাহাকে দুবরাজপুর আদালতে আনা হয়। উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর অনুব্রত মণ্ডলের নামে খুনের চেষ্টার মামলা করেন তৃণমূল কর্মী তথা প্রাক্তন প্রধান শিব ঠাকুর মণ্ডল। সেই মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অনুব্রত মন্ডলকে। যদিও তাঁকে দুবরাজপুর আদালত গত ২৭ ডিসেম্বর ২ হাজার টাকার বণ্ডে জামিন দিয়েছে। বর্তমানে তিনি আসানসোল সংশোধনাগারে রয়েছেন। এ বিষয়ে দুবরাজপুর আদালতের APP রাজেন্দ্র প্রসাদ দে জানান, যেহেতু এই মামলার তদন্ত চলছে। তাই এই কেসের তদন্তকারী অফিসার দুজনকে আদালতে জবানবন্দি রেকর্ডের জন্য পাঠিয়েছিলেন।