নিজস্ব সংবাদদাতা, মালদা:- আজ মধ্যরাত থেকে পথচলা শুরু হবে 2023 সালের। 2022 সালকে বিদায় জানিয়ে নববর্ষকে স্বাগত জানাতে তৈরি চাচোলবাসী।চাচোল শহরের কলেজ রোডকে বিভিন্ন অভিনব পন্থায় সাজিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন বাহারী বেলুন ও ভিন্ন রঙের আলপনায় সেজে উঠেছে চাচোল নেতাজি মোড় থেকে মৈত্রী সংসদ পর্যন্ত রাস্তাটি। তরলতলায় মঞ্চ তৈরি করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। প্রশাসন ও কার্নিভাল কমিটির উদ্যোগে আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুপুরে চাচোলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ আলপনা পরিদর্শন করতে গিয়ে নিজের হাতে তুলে নেন রঙতুলি।বিধায়ক দাবি করেন রাস্তার উপরে এই ধরনের আলপনা প্রতিযোগিতা জেলায় একটি বিশেষ আকর্ষণ ।কার্নিভাল কমিটি সূত্রে জানা গেছে তরলতলায় সান্ধ্যকালীন অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হবে। অনুষ্ঠানসূচীতে রয়েছে তুষারপাত, বহিরাগত শিল্পীদের নৃত্য সংগীত প্রদর্শন সহ বিভিন্ন বাহারী মজাদার কার্যক্রম।সবমিলিয়ে বর্ষবরণের মধ্য দিয়ে 2023 সালকে বিপুল আনন্দ ও উৎসাহের সাথে বরন করে নিতে প্রস্তুত চাচোলবাসী।