পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নতুন বাজার রূপনারায়নের পাড়ে গৌরাঙ্গ ঘটে শুরু হয়েছে ফুলের মেলা। কোলাঘাট মানেই যেন ফুলের হাট। যে ফুলের জন্য কোলাঘাটের নাম রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশ বিদেশে বিস্তার লাভ ঘটেছে। সেই কোলাঘাটেই ফুলের মেলা দেখতে বছরের শুরু থেকেই উপচে পড়া ভিড় নজর কেড়েছে সবার। স্থানীয় কিছু পুষ্প প্রেমীকদের থেকে সংগ্রহ করা প্রায় দু-হাজারটিরও বেশি টবে প্রদর্শীত হচ্ছে এই পূষ্প প্রদর্শনী। গাঁদা, ইনকা, রকমারি চন্দ্রমল্লিকা,গোলাপ, ডালিয়া, পিটোনিয়া, ক্যালেন্ডুলা সহ বহু বর্ণের ফুল পাপড়ি মেলে তাদের রূপের ছটায় প্রস্ফুটিত হয়েছে। শীতের এই অতিথিদের বর্ণে রূপের টানে গৌরাঙ্গ ঘাটে ভিড় জমাচ্ছেন স্থানীয় ও পার্শ্ববর্তী জেলা থেকে থেকে আগত দুর দূরান্তের মানুষ জন। আয়োজক সংস্থা সংকেতের পক্ষে জানিয়েছেন, কোলাঘাটের ফুলচাষি এবং পূষ্প প্রমীদের সম্মান জানাতে আমাদের প্রতি বছরের এই আয়োজন। প্রস্ফুটিত ফুলের শোভা দেখতে আগত দর্শকদের বক্তব্য মিঠুন রূপনারায়নের নিথর বিশাল জলরাশি আর পাহাড়ি ফুলের পাপড়ি মেলা রূপের ছটা সব মিলিয়ে দারুন উপভোগ আয়োজন এই নৈসর্গিক শোভার মাঝে মরসুমী অতিথিদের বাহারি পাপড়ি মেলা রূপের ছটা, সব মিলে এই এক দারুণ উপভোগ্য আয়োজন। শীতের আমেজ, চড়ুইভাতি, নতুন বছর আর এই ফুলের মেলা, সব মিলে বছরের শুরুতেই জমজমাট কোলাঘাট। তবে পর্যটকের পাশাপাশি এই দিন দেখা গিয়েছে ফটোগ্রাফারদের কার্যকলাপ, দেখা গিয়েছে সেলফি তোলার ভির।