ড্রেনের নোংরা জল উপচে পড়েছে রাস্তায়, অভিযোগ নোংরা জল বেয়ে পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের।

0
391

নিজস্ব সংবাদদাতা, মালদা: ড্রেনের নোংরা জল উপচে পড়েছে রাস্তায়। নোংরা জল বেয়ে পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের। এলাকায় থাকা একমাত্র নলকূপটিও খুলে নেওয়া হয়েছে। ফলে এলাকায় পানীয় জলেরও সংকট দেখা দিয়েছে। এই অভিযোগ তুলে গ্রামের মহিলারা একত্রিত হয়ে বিক্ষোভে শামিল হলেন। ইংলিশবাজার ব্লকের যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিধান নগর এলাকার বাসিন্দারা মঙ্গলবার সকালে একত্রিত হয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন। তারা অভিযোগ করেন সরকারি ড্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে নোংরা জল উপছে পড়েছে রাস্তায়। নোংরা জল বেয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে। তার ওপরে এলাকায় থাকা একমাত্র নলকূপটি ও খুলে নিয়েছে কেউ বা কারা। ফলে এলাকায় গত একদিন ধরে ব্যাপক পানীয় জলের সংকর দেখা দিয়েছে। এলাকায় দেখা নেই জনপ্রতিনিধির। এই অভিযোগ তুলে আজ তারা বিক্ষোভে সামিল হন বলে জানান গ্রামের মহিলারা।