বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বালুরঘাটে শুরু হল দুদিন ব্যাপী আয়ুষ মেলা।

0
190

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৪ জানুয়ারী— বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বালুরঘাটে শুরু হল দুদিন ব্যাপী আয়ুষ মেলা। আয়ুষ হল বিভিন্ন বিকল্প চিকিৎসার সংক্ষিপ্ত রূপ যা আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি অন্তর্ভুক্ত, স্বাস্থ্য বীমা নীতির আওতায় রয়েছে। শহরের নাট্য মন্দিরে এই মেলা অনুষ্ঠিত হয়। এই মেলাতে রয়েছে বিভিন্ন ধরনের উপকারী গাছ যেমন তুলসী, অর্জুন, তেজপাতা ও আরও বিভিন্ন রকম উপকারী গাছ। যা মানুষের শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয়। এই চিকিৎসাগুলি বিভিন্ন রোগের চিকিৎসার জন্য প্রাকৃতিক ভেষজ পদার্থের উপর নির্ভর করে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্দেশ্য এই মেলার আয়োজন হয়েছে।
***