সিপিআইএম দলের পক্ষ থেকে সারেঙ্গা পঞ্চায়েতে ডেপুটেশন।

0
357

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :  সরকারি ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে আবাসন দুর্নীতি প্রতিবাদে বিরোধী দলের প্রায়ই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে তেমনি আজ সারেঙ্গা পঞ্চায়েতে হল বিক্ষোভ কর্মসূচি। সিপিআইএম দলের পক্ষ থেকে আজ বুধবার সারেঙ্গা পঞ্চায়েতে আবাস যোজনায় প্রকৃত গরিব মানুষদের নাম না আসায় সেই নিয়ে তারা ডেপুটেশন কর্মসুচি নেয়। এ ছাড়া তারা বিভিন্ন দাবি তোলেন যেমন সারেঙ্গা থেকে নিউ টাউন বাস উদ্বোধন হয়েছিল কিন্তু সেটি বন্ধ হয়ে যায়। আবার সেই বাস চালু করার জন্য এবং হীরা পুরে শ্মশান সংস্কার সহ লোকাল ইসু নিয়ে তারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন কিন্তু চরম বিশৃঙ্খলা তৈরি হওয়ার জন্য ডেপুটেশন তারা দিতে পারলেন না। প্রশাসনের সামনেই ছিড়ে ফেলা হলো ডেপুটেশনের কাগজ। প্রশাসন পঞ্চাতে ভিতরে ঢুকতে না দেওয়ায় ডেপুটেশনের কাগজ পঞ্চায়েতের সামনে ছিঁড়ে ফেলা হয়। সিপিএমের দাবি ছিল সকল মহিলাদেরই ভিতরে যাওয়ার অনুমতি দিতে হবে কিন্তু প্রশাসন কেবলমাত্র বেশ কিছু ব্যাক্তি ছাড়া ভিতর প্রবেশ করার তে বাধা দেন সেই জন্যেই ডেপুটেশন না দিয়ে দরজার সামনে ডেপুটেশনের কাগজ ছিড়ে দেয় এবং স্লোগান দিতে থাকে পুলিশের বিরুদ্ধে।