একাধিক দাবিতে আজ হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এ বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করলেন হরিশ্চন্দ্রপুর মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পশ্চিম ও পূর্ব এরিয়া কমিটি।

0
188

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার দুর্নীতি মুক্ত তালিকা তৈরি এবং ১০০ দিনের কাজ এর সঠিক রূপায়ণ সহ একাধিক দাবিতে আজ হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এ বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করলেন হরিশ্চন্দ্রপুর মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পশ্চিম ও পূর্ব এরিয়া কমিটি।
ডেপুটেশনে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস আরজাউল হক, সেখ খলিল, মোহাম্মদ আসলাম, মোহাম্মদ মোস্তাক, সিরাজুল হক, আব্বাস আলী সহ ছাত্র যুব ।
প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার সঠিক তালিকা তৈরি, কাঁচা বাড়ি যাদের রয়েছে তাদের অবিলম্বে তালিকায় অন্তর্ভুক্তি, আবাস যোজনার টাকা পেতে হয়রানি বন্ধ করা, একশ দিনের কাজের টাকা পরিশোধ করা, একশ দিনের পরিবর্তে ২০০ দিনের কাজ চালু করার দাবিতে এই ডেপুটেশন দেওয়া হয়।
এ প্রসঙ্গে রাজ্য কমিটির সদস্য জামিল ফেরদৌস জানান হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে দুটি ব্লক এরই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আবাস প্লাস যোজনা নিয়ে সীমাহীন দুর্নীতি চলছে। শাসক দলের নেতাদের আঙ্গুলি হেলনে এই দুর্নীতি চালানো হচ্ছে। বেশিরভাগ সঠিক বেনিফিসারি লিস্টের আওতায় আনা হয়নি, যারা গরিব ছাদ নেয়, তাদের অনেকেরই এর তালিকাভুক্ত হয়নি, আবার কিছু মানুষের যাদের তালিকাভুক্ত হওয়ার কথা নয় তাদেরও তালিকাভুক্ত হয়েছে, এই অবস্থায় আজ বুধবার বিডিও হরিশ্চন্দ্রপুর ২ অফিসে ডেপুটেশন দেওয়া হলো। প্রায় সকাল ১০ টা থেকে আমাদের এই কর্মসূচি চলছে। প্রায় দশ হাজারের উপরে মানুষ ফর্ম জমা দিয়েছেন এবং আরো দিচ্ছেন,
প্রশাসন এই ব্যাপারে যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে তাই জন্য আজ আমরা ব্লক প্রশাসনকে এই ডেপুটেশন প্রদান করলাম।