২৩- এর পঞ্চায়েত ভোট ১৮ পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হবে না,এবার গ্রামের মানুষ প্রার্থী ঠিক করবেন: তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।

0
184

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: আসন্ন পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে দিনহাটায় কর্মীসভা শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন দিনহাটা ১ নম্বর ব্লকের বাঁশতলা বাজারে কর্মী সভা করল তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। দিনহাটা এক নম্বর ব্লক সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্ভূক্ত।

জগদীশচন্দ্র বসুনিয়া কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন – তেইশের পঞ্চায়েত ভোট গত পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হবে না। চায়ের দোকানে প্রার্থী ঠিক করার ক্ষমতা কারো নেই। প্রতিটি বুথ থেকে পাঁচজন করে রাজ্য পার্টিতে নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। গ্রামের মানুষ প্রার্থী ঠিক করবেন। আর ওই পাঁচজন প্রতিনিধি খতিয়ে দেখবেন প্রার্থী ঠিক হয়েছে কিনা। যদি তিনি অসৎ হন তাহলে তার নাম বাদ পড়বে।

দলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ বলতে গিয়ে বিধায়ক বলেন – যিনি তৃণমূলের প্রতীকে দাঁড়াবেন তাকেই দলের সকলকে মেনে নিতে হবে। যদি কেউ দলের সঙ্গে বেইমানি করেন তাহলে তাদের ছেড়ে কথা বলা হবে না। উদয়ন গুহর পর জগদীশচন্দ্র বসুনিয়া। একের পর এক তৃণমূল নেতৃত্বের গলায় কর্মীদের উদ্দেশ্যেই এই বার্তা। পাশাপাশি গোষ্ঠী কোন্দল এড়াতেও তৎপর তারা। এমত অবস্থায় তা নিয়ে কটাক্ষ বিরোধীদের। তাহলে কি আগামী পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হবে প্রশ্নই এখন তাড়া করে বেড়াচ্ছে সর্বত্র।