দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হলেন।

0
295

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- দিদির সুরক্ষা কবচ প্রচারের জন্য দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরী সাংবাদিক সম্মেলন করলেন। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশ মত এই তৃণমূল পরিচালিত সরকার সাধারণ মানুষের জন্য যে সকল প্রকল্পগুলি পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়েছে তা সকলের কাছে পৌঁছেছে কিনা তা দেখার জন্য দলীয় নেতৃত্বদের মাধ্যমে দিদির দূত প্রকল্পটিকে বাস্তবায়িত করার লক্ষ্যে দলীয়কর্মীদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন। মুখ্যমন্ত্রী প্রকল্প গুলি মানুষের কাছে রক্ষাকবচ, সেই রক্ষাকবচ কে সঠিকভাবে রূপায়িত হচ্ছে কিনা তার জন্য দলীয় নেতৃত্বেদের তিনি নির্দেশ দেন এবং সেই নির্দেশ মতো আজ দক্ষিণ হাওড়ার বিধায়িকা সাংবাদিকদের মুখোমুখি হলেন। এখনো যারা এই প্রকল্প পাননি তাদের কাছে যাবেন দিদি দূত হয়ে সকল স্তরের তৃণমূলের কর্মীবৃন্দরা । এবং তুলে ধরবেন দিদি রূপায়িত প্রকল্পগুলি। এটাই মূল উদ্দেশ্য আজ সাংবাদিক সম্মেলনের। এই রক্ষা কবচ প্রকল্প চলবে দুমাস দলের নির্দেশ মতো । তবে রাজনৈতিক মহল মনে করছে পঞ্চায়েত ভোটের আগেই এই ধরনের কর্মসূচী তৃণমূলের । এখন দেখার এই প্রকল্পকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আগামী দিনে সাধারণ মানুষের মনে কতটা দাগ কাটতে পারে সেই দিকে তাকিয়ে আপামর পশ্চিমবঙ্গ বাসী।