রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি নিতে এসে বাধার মুখে আরকিউলজি বিভাগের প্রতিনিধিরা।

0
172

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি নিতে এসে বাধার মুখে আরকিউলজি বিভাগের প্রতিনিধিরা। গ্রামবাসীদের দাবি গ্রামের কুল দেবতা হিসেবে মূর্তিটি বছরের পর বছর পূজিত হয়ে আসছে। মুক্তির সঙ্গে গ্রামের ঐতিহ্য আবেগ ভাবাবেগ যুক্ত। গ্রামের বৃদ্ধ, যুবক, মহিলারা প্রশাসনিক আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান।অবশেষে তারা বিকেলে ফিরে গেলেন ।সময় নিয়ে