৩৪ তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা নিয়ে বৈঠক কোচবিহারে।

0
243

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- ৩৪ তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো কোচবিহার। এদিন কোচবিহার সার্কিট হাউসে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, ওই ভাওয়াইয়া প্রতিযোগিতা হবে মাথাভাঙা ২ নং ব্লকের লতাপোতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়াবাড়িতে।ওই ভাওয়াইয়া প্রতিযোগিতায় রাজ্যের পাশাপাশি আসাম ও বাংলাদেশ থেকেও শিল্পীরা অংশগ্রহন করবেন। ওই ভাওয়াইয়া প্রতিযোগিতা শুরু হবে ১০ ফেব্রুয়ারি। আর শেষ হবে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত।

এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য ভাওয়াইয়া কমিটির চেয়ারম্যান তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান,রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন,প্রাক্তনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, প্রাক্তন বিধায়ক হীতেন বর্মন, পার্থ প্রতীম রায়, অভিজিৎ দে ভৌমিক সহ আরও অনেকে।