রানাঘাট দক্ষিণ বিধানসাভার পক্ষ থেকে নোকারী তে দিদির সুরক্ষা কবচ নিয়ে গুরুত্বপূর্ণ সভা ও সাংবাদিক সম্মেলন করা হলো ।

0
288

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট দক্ষিণ বিধানসাভার পক্ষ থেকে নোকারী তে দিদির সুরক্ষা কবচ নিয়ে গুরুত্বপূর্ণ সভা ও সাংবাদিক সম্মেলন করা হলো ।উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি দীপক বসু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশীষ গাঙ্গুলী, বর্ণালী দে রায় ,প্রমোদ বিশ্বাস , দিলীপ দাস, শিবু বাইন , ,প্রসেনজিৎ চৌধুরী, আনন্দ দে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে আরো শক্তিশালী গড়ে তুলতে এবং বিরোধী শক্তিকে ভাঙতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন অস্ত্র দিদির সুরক্ষা কবজ। এই সুরক্ষা কবজ সম্পর্কে আজ এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয় ।দিদির সুরক্ষা কবজ কর্মসূচি চলাকালীন কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, তা দেখা হবে না। প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়েই এই কর্মসূচি পালন করা হবে। এছাড়াও প্রায় ১৫ টি প্রকল্প থাকছে দিদির সুরক্ষা কবজের মধ্যে। প্রতি টিমে থাকছে পাঁচজন করে প্রতিনিধিদল।