কোচবিহারে আগামী ২০২৪ সালের মধ্যে প্রায় ৭ লক্ষ ১৭ হাজার বাড়িতে জল পৌঁছে যাবে : রবীন্দ্রনাথ ঘোষ।

0
193

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- জেলার অনেক জায়গাতেই পানীয় জলের সমস্যা রয়েছে। গ্রামীণ এলাকায় পানীয় জলের সমস্যা আরও বেশি। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অনেকদিন ধরেই এই সমস্যা সমাধানে ব্রতী। রাজ্য সরকারের জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করছে জন স্বাস্থ্য ও কারিগরী দফতর। এমত অবস্থায় কোচবিহার জেলায় আগামী ২০২৪ সালের মধ্যে প্রায় ৭ লক্ষ ১৭ হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়ার দেওয়া হবে। এমনি দাবি করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

এদিন এবিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট জল প্রকল্প। সেই প্রকল্প বাস্তবায়িত করতে সারা রাজ্যের সাথে কোচবিহার জেলায় মোট ৭ লক্ষ ১৭ হাজার বাড়িতে বাড়িতে জলের কানেকশন দেওয়া হবে। আগামী ২০২৪ সালের অক্টোবরের মধ্যে এই কাজ শেষ হবে। পুরোনো কিছু কাজ ছিল সেগুলো কাজ শেষ করার চেষ্টা চলছে।