হাওড়া থেকে কোচবিহার পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালুর দাবিতে রেলমন্ত্রী ও নিশীথকে চিঠি দিলো কোচবিহার জেলা ব্যবসায়ী।

0
197


কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: হাওড়া থেকে কোচবিহার পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালুর দাবিতে ভারতের রেলমন্ত্রী ও দেশের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে চিঠি দিলো কোচবিহার জেলা ব্যবসায়ী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন ব্যবসায়ী সমিতির সভাপতি সুরজ কুমার।

এদিন এবিষয়ে কোচবিহার ব্যবসায়ী সমিতির সভাপতি সুরজ কুমার জানান,কোচবিহার শহর যেহেতু হেরিটেজ শহর ঘোষণা হয়েছে। তাই শিল্প ও ট্যুরিজমের সম্ভাবনা রয়েছে। কিন্তু কোচবিহারে বিমানবন্দর থাকলেও এখানে বিমান ওঠা নামা করে না। সেই কারণে শিল্প ও ট্যুরিজমের সম্ভাবনা থাকলেও বিকাশ ঘটছে না। যদি বন্দে ভারতের মতো সেমি স্প্রিড ট্রেন চালু হয় তাহলে শিল্পপতিরা বা পর্যটকরা সহজে আজতে শুরু করবে বা আসার চেষ্টা করবে। সেই কারণে আমরা দেশের রেলমন্ত্রী ও কোচবিহারের সাংসদ তথা দেশের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কাছে একটি চিঠি দিয়েছি। এবং নিশীথ বাবুর সাথে এবিষয়ে গিয়ে তারা সাথে কথা বলবো বলে জানান তিনি।