সচেতনতার বার্তা দিয়ে সোমবার বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস পালন করল সদস্যরা।

0
211

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—যদি এক বছরের পরিকল্পনা থাকে তবে ধান লাগাও। যদি ৩০ বছরের পরিকল্পনা থাকে, তবে গাছ লাগাও। আর যদি ১০০ বছরের পরিকল্পনা থাকে, তাহলে মানুষ তৈরি করো। এই সচেতনতার বার্তা দিয়ে সোমবার বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস পালন করল সদস্যরা। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মালদা শহরের পিরোজপুর এলাকায় অফিস প্রাঙ্গনে সংগঠনের পক্ষ থেকে পতাকা উত্তোলন ও কেক কাটা হয় এবং সারাদিন ধরে চলে ফ্রি মেডিক্যাল চেকআপ ক্যাম্প। এছাড়াও রাত্রি ১০ টা নাগাদ মালদা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের মালদা জেলা সম্পাদক চন্দন মুখার্জি জানিয়েছেন, রাস্তার ভবঘুরেদের ঠান্ডার মধ্যে কম্বল বিলি করা হয়েছে। এদিন প্রায় ২০০ গরিব অসহায় মানুষকে কম্বল দেওয়া হয়েছে। এছাড়াও সারাদিন ধরে চলে ফ্রি মেডিক্যাল চেকআপ ক্যাম্প এর মাধ্যম দিয়েই সংগঠনের এই বর্ষপূর্তি উৎসব পালন করা হয়।