বিশ্ববন্দিত স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন।

0
2140

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:–১২ই জানুয়ারি দেশ জুড়ে বিশ্ব বন্দিত নবজাগরনের অন্যতম পথিকৃত বিবেকানন্দের জন্মদিন পালিত হলো। বাদ গেলনা প্রান্তিক জেলা পুরুলিয়া।জেলার বিভিন্ন জায়গাতে যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হলো মনীষীর জন্মতিথি।স্বামীজী আজও সমানভাবে প্রাসঙ্গিক তা বক্তাদের বক্তব্যে উঠে এসেছে। এই দিনটি যুব দিবস হিসাবেই পালিত হয়ে আসছে।নিতুরিয়া থানার ভামুরিয়া যুব কল্যাণ সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়। এই উপলক্ষে ভামুরিয়া মোড়ে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এছাড়া শিশুপার্কে একটি অনাড়ম্বড় অনুষ্ঠানে বিবেকানন্দকে স্মরণ করা হয়। এছাড়া এই দিনটি স্মরণীয় করে রাখতে ভামুরিয়া যুব কল্যাণ সমিতির সহযোগিতায় ও সাঁতুড়ী সংস্কৃত মঞ্চের পরিচালা বিশেষ সক্ষম বন্ধুদের সাহায্য প্রদান করা হয়।অন্যদিকে পারবেলিয়া রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠে সকালে প্রভাতফেরি সহ গুরুগম্ভীর অনুষ্ঠানের মধ্যদিয়ে জন্মতিথি পালিত হলো।বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানালেন মিশনের মহারাজ।