প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : বানিপুর বুড়িখাল অবস্থা বেহাল আবর্জনায় মোজে গিয়েছে খাল বর্ষায় এলাকার বাসিন্দাদের বাড়ির ভিতরে জল ঢুকে পড়ে। সাঁকরাইল ব্লকের অন্তর্গত বানিপুর অঞ্চলে নিম্ন ঝোরহাট সর্দারপাড়ার এলাকা দিয়ে যাওয়া বুড়িখালের অবস্থা শোচনীয়। খাল দেখলে মনে হবে খাল না জঙ্গলে ঘেরা রাস্তা। খালের উপর দিয়ে কুকুরের দল ছুটে বেড়াচ্ছে । এতটাই মোজে গিয়েছে যে হেঁটে চলে যাওয়া যাবে এমন অবস্থায় । বর্ষাকালে খুবই অসুবিধা হয়। পার্শ্ববর্তী এলাকার জল এলাকার বাসিন্দাদের ঘরে ঢুকে যায়। বুড়িখাল মোজে যাওয়ার প্রধান কারণ হলো এলাকার মোষ খাটাল থাকায় মোষেদের বজ্র পদার্থ খালের ভিতরে মোটা আস্তরণ তৈরি করেছে, যার ফলে খালের জল আর চলাচল করতে পারে না। সেই গোবরে ঠেলায় খাল প্রায় মোজে যাওয়া অবস্থা এমনই অভিযোগ এলাকাবাসীর। বেশ কয়েক বছর আগে পঞ্চায়েতের তত্ত্বাবধানে জেসিপি লাগানো হয়েছিল তাতে অল্পবিস্তর আস্তরণ সরানো গিয়েছিল তারপরে আর কাজ হয়নি এমনই অভিযোগ এলাকাবাসী। এই প্রসঙ্গে স্থানীয় বিধায়কাকে প্রশ্ন করা হলে তিনি জানান এই মোষ খাটালের ব্যাপারটা তার জানা আছে এবং তিনি এর আগেও ব্যবস্থা করেছেন কিন্তু পাকাপাকিভাবে ব্যবস্থা করতে হলে মোষ খাটালে মালিকদের নিয়ে বসতে হবে তাই তিনি খুবই সত্বর এলাকার স্থানীয় প্রতিনিধি দের সঙ্গে নিয়ে মোষ খাটালের মালিকদের সঙ্গে বসবেন এমনই জানালেন। এখন দেখার বেশ কয়েক বছর ধরে ভুগতে থাকা এলাকার বাসিন্দারা এই খালের বিপদজনক অবস্থা থেকে কবে মুক্তি পায় তার সময়ে বলবে।
Home রাজ্য দক্ষিণ বাংলা বানিপুর বুড়িখাল অবস্থা বেহাল আবর্জনায় মোজে গিয়েছে খাল বর্ষায় এলাকার বাসিন্দাদের বাড়ির...