দিদি রক্ষাকবচের সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করার জন্য দিদির দূত হিসাবে সাঁকরাইল ব্লকের বানিপুর দু’নম্বর পঞ্চায়েত এলাকা ঘুরলেন বিধায়িকা।

0
245

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – দিদি রক্ষাকবচের সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করার জন্য দিদির দূত হিসাবে সাঁকরাইল ব্লকের বানিপুর দু’নম্বর পঞ্চায়েত এলাকা ঘুরলেন বিধায়িকা। তৃণমূলের সুপ্রিম মমতা ব্যানার্জি নির্দেশ মত দিদির দূত হয়ে বিভিন্ন এলাকায় জন প্রতিনিধিরা ঘুরবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে দলগতভাবে । সেইমতো সাঁকরাইল ব্লকের সাঁকরাইল বিধানসভার বিধায়িকা প্রিয়া পাল বানিপুর ২ নম্বর পঞ্চায়েত অন্তর্গত এলাকায় বাড়ি বাড়ি ঘুরলেন। এলাকার বাসিন্দাদের অভাব অভিযোগ শুনলেন এবং পঞ্চায়েতে গিয়ে বিভিন্ন স্তরের কাজও দেখলেন। এরপর স্থানীয় দলীয় কর্মী বাড়িতে মধ্যাহ্নভোজন সেরে বৈকালে বানিপুর এলাকায় পথসভা করলেন কর্মী সমর্থকদের নিয়ে । তারপর সান্ধ্য অবকাশে কর্মীর বাড়িতে গিয়ে রাত্রি যাপন করার ব্যবস্থা করলেন দলীয় নির্দেশ মতো। দলীয় নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করে জন মানুষের একেবারে কাছে চলে আসার যে পরিকল্পনা তৃণমূলের সুপ্রিমো নিয়েছিলেন তা সফল করার সব রকম প্রচেষ্টা করলেন সাঁকরাইল এর বিধায়িকা। সঙ্গে দলীয় নেতৃত্ব যুব ব্লক সভাপতি সহ পঞ্চায়েতের প্রধান উপপ্রধান উপস্থিত ছিলেন। এখন দেখার জনমানষে জনপ্রতিনিধিদের স্বচ্ছ ভাবমূর্তি ফুটিয়ে তোলার যে প্রচেষ্টা দলীয় নেতৃত্ব শুরু করলেন তা কতটা বাস্তবে ফল রূপে প্রকাশিত হয় তার দিকে তাকিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ববৃন্দ।