নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বাঙালির বারো মাসে তেরো পার্বণ । আজ মকর সংক্রান্তি । পূন্য লাভের আশায় পূর্ণার্থীরা সকাল থেকেই ফুলিয়া বয়রা গঙ্গার ঘাটে আসছেন স্নান করতে। সকাল থেকেই কুয়াশায় ডেকেছে গোটা শহর। কুয়াশাকে উপেক্ষা করেই বহু দূর দুরান্ত থেকে আসছেন মানুষ ফুলিয়া বয়রা ঘাটে স্নান করতে । এই পূরনার্থীদের উদ্দেশ্যে প্রসাদের আয়োজন করেছেন শ্রী শ্রী হরিদাস স্মৃতি রক্ষা কমিটি। বিগত দু’বছর পর সকাল থেকে প্রায় ১৫০০০ হাজার ভক্তদের উদ্দেশ্যে চলছে প্রসাদের আয়োজন। জানা যায় দু বছর করোনা আবহের কারণে সেভাবে মকর সংক্রান্তি উপলক্ষে মানুষ স্নান করতে আসেনি। এবছর করুনা শিথিল হতেই সকাল থেকে ভিড় জমেছে বয়রা ঘাটে।
Home রাজ্য দক্ষিণ বাংলা পূন্য লাভের আশায় পূর্ণার্থীরা সকাল থেকেই ফুলিয়া বয়রা গঙ্গার ঘাটে আসছেন স্নান...