দলীয় কর্মসূচিতে স্থানীয় গিয়ে মানুষের বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক।

0
185

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- ১১ই জানুয়ারি থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচি দিদির সুরক্ষা কবচ। দিদির সুরক্ষা কবচ কর্মসূচি করতে গিয়ে বারবার স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। সেই মর্মে গলসীর কুরকুবা গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুরে
দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে গিয়ে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন গলসীর বিধায়ক নেপাল ঘড়ুই।
গ্রামবাসীদের অভিযোগ, ভোটের পর এলাকায় আর দেখা যায়নি বিধায়ককে। কোন সমস্যারই সমাধান করেননি বিধায়ক। আবাস যোজনায় বাড়ি পাননি গ্রামের সাধারণ মানুষ রাস্তাঘাট বেহাল, পর্যাপ্ত পরিমাণে নেই পানীয় জলের ব্যবস্থা।এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা গলসী অঞ্চলে। দিদির সুরক্ষা কবচ কর্মসূচী করতে গলসীর জয়কৃষ্ণপুর গ্রামে যান গলসীর তৃণমূল বিধায়ক নেপাল ঘড়ুই। কিন্তু গ্রামে ঢোকার মুখেই গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক। পঞ্চায়েত ভোটের সম্মুখে দিদির সুরক্ষা কবচ এই কর্মসূচি সত্যি কি তৃণমূল কংগ্রেসকে অন্য এক পন্থা দেখাবে নাকি বিপদের মুখে ফেলবে। সেটাই এখন দেখার অপেক্ষা।