কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: – রবিবার দিদির দূত ও দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে জনসংযোগে বেরিয়ে এলাকাবাসী অভাব অভিযোগ শুনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রীকে সামনে পেয়ে নির্ভয়ে তাদের অভিযোগ জানালেন গ্রামবাসীরা। কোচবিহার ১ নম্বর ব্লকের চিলকিরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘দিদির সুরক্ষা কবজ’ কর্মসূচিতে বের হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি ওই এলাকার কামতেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ‘দিদির সুরক্ষা কবজ’ শুরু করেন।
এদিন চিলকির হাট গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষ মন্ত্রীকে কাছে পেয়েই সঙ্গে সঙ্গে এই গ্রামের কয়েকজন মানুষ গ্রাম পঞ্চায়েত সদস্য আনোয়ারা বেগমের বিরুদ্ধে জব কার্ডের জন্য তাদের কাছে টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন। এমনকী টাকা নিলেও এখনও তারা জব কার্ড হাতে পায়নি। এই অভিযোগ শুনেই সাংঘাতিক ক্ষুব্ধ হন উদয়ন গুহ। সঙ্গে সঙ্গে মন্ত্রী পঞ্চায়েত প্রধানের স্বামীকে পাশে পেয়ে ওই টাকা ফেরত দেওয়ার জন্য বলেন। এমনকী, গ্রামের ওই ব্যক্তিকেও তিনি বলেন, যদি টাকা না পান তাহলে যেন তাঁকে জানানো হয়।