গ্রাম পঞ্চায়েত স্তরের চাইল্ড প্রোটেকশন কমিটির প্রশিক্ষণ ব্লকে।

0
142

সুদীপ সেন, বাঁকুড়া:- শিশুরা হলো আমাদের দেশ ও জাতীর সম্পদ।
তাদের রক্ষা করা ও সঠিক পথে পরিচালিত করা আমাদের কর্তব্য।

এই কাজ কে সঠিক ভাবে পর্যবেক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তৈরি হয়েছে জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত ও গ্রাম বা সংসদ বা গ্রাম স্তরের চাইল্ড প্রোটেকশন কমিটি।

শিশুরা যাতে নেশাগ্রস্ত না হয়, বাল্য বিবাহ না করে নানা অসৎ পথে পরিচালিত হয়ে নিজের ভবিষ্যত ধ্বংস না করে সেদিকে দৃষ্টি দেওয়া এবং তাদের সঠিক পথের দিশা দেখিয়ে মূল স্রোতে নিয়ে আসা ই এই কমিটি গুলির কার্যকারিতা ও উদ্দেশ্য।

এই উদ্দশ্য কে সফল করতেই বুধ বার বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের মিটিং হলে গ্রাম পঞ্চায়েত স্তরের চাইল্ড প্রোটেকশন কমিটির একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো।

এই প্রশিক্ষণ শিবিরে ব্লকের সিডিপিও অরিত্র খান,পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, আই,এম, ডাব্লিউ অফিসার দীপ বর্মন, পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, প্রধান, আই,সি, ডি,এস কর্মীগণ ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।