পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ১৯ শে জানুয়ারি অর্থাৎ আজ থেকে শুরু হল বর্ধমান শহরের আলমগঞ্জের কল্পতরু মাঠে বর্ধমানের শিশু মেলা।বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের উদ্যোগে ও চিলড্রেন্স কালচারাল সেন্টারের সহযোগিতায় উদ্বোধন হলো শিশু মেলা। ১৯ থেকে ২৭শে জানুয়ারি কল্পতরু মাঠে বলবে এই শিশু মেলা। আগে এই শিশু মেলাতে প্রবেশ অবাধ ছিল না সাধারণ মানুষকে মূল্য দিয়ে ঢুকতে হতো মেলা প্রাঙ্গণ কিন্তু বিধায়ক খোকন দাস দায়িত্বভার গ্রহণ করার পর সমস্ত মানুষের জন্য অবাধ প্রবেশ করেছেন এই শিশু মেলায়। শিশুদের আনন্দের জন্য সবকিছু সঙ্গে এবছরের বিশেষ আকর্ষণ থাকছে এই মেলায় হন্টেড হাউস, ডাইনোসর ও ব্যাঙের ছাতা। ন’দিনব্যাপী এই শিশু মেলার উদ্বোধন হলো আজ। আজ এই উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু,বর্ধমান উন্নয়ন সংস্থা চেয়ারম্যান কাকুলি তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক খোকন দাস বলেন, আজ থেকে শুরু হলো আমাদের বর্ধমানের শিশু মেলা চলবে আগামী ২৭শে জানুয়ারি পর্যন্ত। আগের বছর করোনা মহামারীর জন্য করতে পারা যায়নি এই শিশু মেলা। তাই সাড়ম্বরে আয়োজন করা হয়েছে এ বছরের শিশুমেলার । মূলত কচিকাঁচাদের নিয়েই গঠিত হয় এই শিশু মেলা। আজ শুভ উদ্বোধন হলো এই মেলার। বর্ধমানে অন্য সব মেলা থেকে এই মেলার এক আলাদা রকম গুরুত্ব রয়েছে।