নাবালিকা মেয়েকে বিয়ে করতে এসে পুলিশের জালে H I V আক্রান্ত বর, শোরগোল আশুতিয়া গ্রামে।

0
236


পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার আশুতিয়া গ্রামে নাবালিকা মেয়ের বিয়ে হয় চুপি চুপি গতকাল রাতে। খবর পেয়েই সাতসকালে মেয়ের বাড়িতে হাজির হন স্থানীয় আশা কর্মী। কেন নাবালিকা কন্যার বিয়ে দিচ্ছেন ? এই প্রশ্ন তুলে বিয়েতে আপত্তি জানান তিনি। খোঁজ নিয়ে জানতে পারেন ছেলের বাড়ি পূর্ব রাধাপুর গ্রামে। ছেলের বিষয়ে জানতে সরাসরি যোগাযোগ করেন পূর্ব রাধাপুর গ্রামের আশা কর্মীর সাথে। কেঁচো খুঁড়তে গিয়ে তখনই বেরিয়ে আসে কেঁউটে। জানতে পারা যায় ছেলের নাম শিবশঙ্কর পাত্র। কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা এই যুবক এইচ আই ভি পজেটিভ। চিকিৎসা চলছে স্বাস্থ্য দপ্তরের অধীনে। খবর শুনেই চোখ কপালে উঠে আশা কর্মীর। সাথে সাথেই বিষয়টি তিনি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। শেষমেষ ভগবানপুর থানার পুলিশ আসে গ্রামে। অভিযুক্ত বড় শিবশঙ্কর পাত্র ও তার সঙ্গীদের এইমাত্র তুলে নিয়ে গেল ভগবানপুর থানার পুলিশ। বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি কন্যা পক্ষ বা পাত্র পক্ষ। এমনকি গ্রামবাসীরাও নীরব। ছবি তুলতে গেলে বাধাও দেন গ্রামবাসীদের একাংশ। নাবালিকা কন্যা ও তার বাবা কালিপদ দাসকেও থানায় নিয়ে গেছে পুলিশ। এইডস আক্রান্ত যুবকের নাবালিকার কন্যাকে বিয়ের ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য তৈরী হচ্ছে ভগবানপুরের বিস্তীর্ণ এলাকায়।