নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : ইচ্ছে থাকলে যে উপায় হয় তা যেন ছবির মতো ফুটে উঠেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এক প্রাথমিক স্কুলে। স্কুলটি যোগীঝোড়া বড়বাক অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়। সরকারি স্কুলটিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। শিক্ষক শিক্ষিকার সংখ্যা পাঁচ জন। পড়ুয়ার সংখ্যা ১০৪ জন। শ্রেণি কক্ষ অপ্রতুল। তবুও ওই মানুষ গড়ার কারিগরদের ঐকান্তিক চেষ্টায় স্কুলটি যেনো ছাপিয়ে গেছে অনেক প্রতিষ্ঠিত শিক্ষায়তনকে। কী নেই সেখানে? আছে সুসজ্জিত ফল-ফুলের বাগান থেকে শুরু করে সবজি ফলের গাছ।পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা। শ্রেণিকক্ষের দেওয়াল জুড়ে আঁকা হয়েছে শিশুদের মনোহরণ করা বিভিন্ন ধরনের শিক্ষামূলক আঁকিবুঁকি। সব মিলিয়ে আনন্দ পাঠের সমস্ত রসদ মজুত করা হয়েছে শিক্ষাদানের ওই আনন্দ নিকেতনে।