আবদুল হাই, বাঁকুড়াঃ দেশে অনেক মানুষ আছেন অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না। দুঃস্থ অসহায় পরিবারের সদস্যদের দু মুঠো অন্ন জোগাড় করতে হিমসিম খেতে হয়। অর্থনৈতিক কারণে হাসপাতালের দুয়ারে প্রর্যন্ত যেতে পারে না। এভাবেই নিজেদের অজান্তেই শরীরে বিভিন্ন মারণ রোগে অনেকই আক্রান্ত হন। সেইসব মানুষদের কথা চিন্তা করে এগিয়ে এল বহুরুপী মুখোশের আড়ালে।আজ বুধবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর উত্তরপাড়া পীরবাবার উরস উপলক্ষে বাঁকুড়ার বহুমুখী মুখোশের আড়ালের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। এদিনের স্বাস্থ্য শিবিরে, মোট ১৮০ জনের সুগার, থাইরয়েড,দাঁত ও হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়।স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।