ফিসকাল ইয়ার বা অর্থ বছর বলতে কি বোঝায়?

0
210

 বাজেট নিয়ে সব স্তরেরই কৌতূহল থাকে।
প্রসঙ্গত, বাজেটে এমন কিছু শব্দবন্ধ রয়েছে, যেগুলির অর্থ জানতে পারলে বাজেট বোঝাটা সুবিধে হয়। নীচে সেরকমই কিছু ‘টার্ম’-এর অর্থ ব্যাখ্যা করা হল।

Fiscal Year বা অর্থবছর—
সরকারের তরফে ফিসকাল ইয়ার বা অর্থ বছর বলতে এক বছরের আয়-ব্যয়ের খতিয়ান বোঝায়। অর্থাৎ, এক বছর মেয়াদে যত অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে, সেই সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তিতে হিসেবনিকেশ করা হয়।
শুধু সরকার নয়, সমস্ত প্রতিষ্ঠানই এক অর্থ বছরের ভিত্তিতে নিজেদের ব্যালেন্স শিট প্রস্তুত করে। সেই সঙ্গে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে। তবে এই অর্থ বছর সারা বিশ্বে একই সময়ে শুরু হয় না। তা বিভিন্ন সময়ে শুরু হয়। তবে যবে থেকেই শুরু হোক না কেন, সমস্ত হিসেব এক বছর মেয়াদ ধরে করা হয়।
ভারতের ক্ষেত্রে এক অর্থ বছরের মেয়াদ হল ১ এপ্রিল থেকে ৩১ মার্চ।

।।সংগৃহীত।।