নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বেতন না মেলায় কালচিনি চা বাগানে শ্রমিক আন্দোলন। সোমবার সকাল থেকে বেতন প্রদানের দাবিতে কালচিনি চা বাগানে আন্দোলনে সামিল হয় বাগানের শ্রমিকরা। কালচিনি চা বাগানের শ্রমিকদের অভিযোগ, বাগান কতৃপক্ষ সঠিক সময় বেতন দিচ্ছে না, গত ২১ জানুয়ারি বেতন প্রদানের দিন ছিল কিন্ত আজ ৩০ জানুয়ারি হয়ে গেলেও শ্রমিকদের বেতন প্রদান করা হয়নি। বারংবার বেতন নিয়ে বাগান কতৃপক্ষের এরূপ টালবাহানার কারনে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে।এ বিষয়ে বাগান ম্যানেজার জিতু সাইকিয়া বলেন, ‘কিছু যান্ত্রিক সমস্যার জন্য শ্রমিকদের বেতন আটকে ছিল, যা এদিন দিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply