রানাঘাট পুরসভা প্রাঙ্গনে আনন্দমোহন বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানাল বিশিষ্টজনেরা।

0
216

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ আনন্দমোহন বিশ্বাসের আজ ২১ তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে আনন্দমোহন বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আজ রানাঘাট পুরসভা প্রাঙ্গনে আনন্দমোহন বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানাল বিশিষ্টজনেরা। এদিন আনন্দমোহন বিশ্বাসের স্মৃতি তর্পণ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি আনন্দমোহন বিশ্বাসের প্রতিকৃতিতে মাল্য দান করেন। উপস্থিত ছিলেন আনন্দমোহন বিশ্বাসের পুত্র রাজ্যসভার সাংসদ আবির রঞ্জন বিশ্বাস।প্রয়াত সাংসদকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিধায়ক
পার্থসারথী চট্টোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ তৃণমূল নেত্রী জয়া দত্ত সহ আরো অনেক বিশিষ্টজন। আনন্দমোহন বিশ্বাসের প্রয়াণ দিবস উপলক্ষে আজ সারাদিন ধরে আয়োজিত হবে বিভিন্ন অনুষ্ঠান।