সাংসদ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য সুজাতার।

0
257


নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- ২০১৬ সালের ১ লা জুলাই ভালোবেসে বড়জোড়ার বাসিন্দা সুজাতা মন্ডলকে বিয়ে করেন বিষ্ণুপুরের তৎকালীন তৃনমূল সাংসদ সৌমিত্র খাঁ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তৃনমূল ছেড়ে সৌমিত্র বিজেপি তে যোগ দেন। ২০১৯ সালে আদালতের নিষেধাজ্ঞায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে নামতে না পারায় সে সময় সুজাতা স্বামীর হয়ে প্রচারে নামেন। ২০১৯ সালে সুজাতার কাঁধে ভর করেই নির্বাচনী বৈতরনী পেরোন সৌমিত্র। নির্বাচনে জয়ের পরই ধীরে ধীরে স্বামী ও স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ২০২০ সালে দুজনে আলাদা থাকতে শুরু করেন। এরপর সৌমিত্র সুজাতার বিবাহ বিচ্ছেদের মামলা গড়ায় আদালতে। আজ সেই মামলার শুনানিতেই হাজির হন বাঁকুড়া জেলা আদালতে। সেখানেই সাংসদ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন সুজাতা। সুজাতার দাবী স্বামী ও স্ত্রীর মাঝে তৃতীয় নারীর প্রবেশ কোনো স্ত্রী মেনে নিতে পারেনা। বিয়ের পর থেকেই তাঁর উপর অত্যাচার শুরু করে স্বামী এমনটাই অভিযোগ সুজাতার । পরবর্তীতে স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন জানতে পারায় অত্যাচারের মাত্রা সীমা ছাড়ায়। সুজাতার অভিযোগ এই সময় মিলতে থাকে বিভিন্ন ধরনের হূমকিও। স্বামীর চরিত্র সংশোধনের চেষ্টা করেও কোনো ফল না হওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়েই তাঁর সাথে সম্পর্ক ত্যাগ করতে হয় বলে দাবী সুজাতার। সৌমিত্র খাঁ তাঁর স্ত্রীর তোলা অভিযোগ সম্পর্কে বেশি কথা বলতে চাননি। শুধু তাঁর দাবী জীবন থেমে থাকে না। এগিয়ে যায়।