নিজের হাতখরচ বাচিয়ে আর্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দিয়ে অনন্য নজির গড়লো নবদ্বীপে দশম শ্রণীর এক ছাত্রী।

0
156

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নবদ্বীপ শহরের গোবিন্দ দিঘির পার এলাকার দশম শ্রেণির ছাত্রী অর্চনা মুখার্জি তার উদ্যোগে ও তার কিছু বন্ধু দের সহায়তায় এ দিন নবদ্বীপ শহরের মহাপ্রভু পাড়ায় অবস্থিত ধামেশ্বর মহাপ্রভু মন্দির সহ একাধিক মন্দিরে থাকা দুঃস্থ আর্ত মানুষের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেয়। দশম শ্রেণির ছাত্রী অর্চনা জানায় সে বহু দিন থেকেই তার এটা ইচ্ছে ছিল বিভিন্ন মঠ- মন্দিরে যে সকল বয়স্ক, দুস্থ মানুষেরা থাকে তাদের জন্য কিছু করার, সেই চিন্তা থেকেই নিজের হাত খরচের টাকা জমিয়ে আজ তাদে মধ্যে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম, ইচ্ছে আছে আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষের হাতে খাদ্য সামগ্রী সহ তাদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেবার।এক দশম শ্রেণির ছাত্রীর এ হেন উদ্যোগ ও মানশিকতার প্রশংসা করেন উপস্থিত সকলেই। পাশাপাশি মহাপ্রভু মন্দিরে থাকা বৃদ্ধা রানুবালা দেবনাথ বলেন এই ছোট বয়সে এই তারা দিচ্ছে ভাল লাগছে, আশির্বাদ করি তারা যেন আবারও দিতে পারে।সব মিলিয়ে বর্তমান সময়ে সিংহ ভাগ মানুষ যেখানে নিজেকে বা নিজের পরিবারকে নিয়েই ব্যাস্ত সেখানে মধ্যবিত্ত পরিবারের দশম শ্রেণির এই পড়ুয়ার এহেন প্রচেষ্টা যে সমাজের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকলো তা বলাই বাহুল্য।