আজ পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারী সমিতি র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো।

0
271

জলপাইগুড়়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আজ পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারী সমিতি র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শুভ্রজিত কুন্ডু। বার্ষিক সভার প্রতিবেদন পেশ করেন যুগ্ম সম্পাদক অনীক মিত্র। রাজ্য সরকারের কর্মচারী শিক্ষক বোর্ড কর্পোরেশনের ত্রিস্তর পঞ্চায়েত কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত।সাধারণ মানুষ আজ বঞ্চিত। পাঁচ লক্ষাধিক পদ শূন্য। অস্থায়ী কর্মীদের স্থায়ী করন হচ্ছে না। আগামী ১৭ ই ফেব্রুয়ারি মহার্ঘ ভাতা, শূন্য পদ পুরন ও অস্থায়ী কর্মীদের স্থায়ী করন সহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে বিডিও, এসডিও ও ডি এম কে ডেপুটেশন প্রদান করা হবে। সভা পরিচালনা করেন রতন বড়ুয়া ও প্রদ্যুত ভট্টাচার্য। সভায় বক্তব্য রাখেন রাজ্য কো অর্ডিনেশন কমিটি র জেলা সম্পাদক মনোজিৎ দাস। আয় ব্যায় এর হিসাব পেশ করেন দেবব্রত নাগ। সভা তে ৯ জন প্রতিবেদন এর উপর আলোচনা করেন। জবাবী ভাষন দেন কৌশিক সেন চৌধুরী।