পশ্চিমবাংলায় কোনকাজ হবে না, হচ্ছে না কোথাও -এমনই চিত্র দেখা মিললো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের জেলা হাসপাতালে।

0
165

দঃ দিনাদপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবাংলায় কোনকাজ হবে না, হচ্ছে না কোথাও -এমনই চিত্র দেখা মিললো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের জেলা হাসপাতালে।বালুরঘাট থানার সোবরাশ্যামপুরে।।জানাযায় ওই এলাকার বাসিন্দা দৈবকী রায় এর এক আত্মিয় অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধিন। চিকিৎসা ওই রোগীর জন্য রক্তের ব্যবস্থা করতে বললে হাসপাতালের ব্লাড ব্যংকে রক্তের জন্য গেলে ওই বৃদ্ধ মহিলাকে বলা হয় টাকা না দিলে মিলবে না রক্ত।এরপর ওই বৃদ্ধা ৭০০ টাকা দিলে ওই গ্রপের ডোনার এনে তার হাতে রক্ত তুলে দেওয়া হয় হয় বলে জানান দৈবকি দেবি।
এবিষয়ে বিজেপির যুব সভাপতি বাবুসোনা অধিকারি জানান,কাটমানির এমন পর্যায়ে পৌছে গিয়েছে হাসপাতাল কেঊ বাদ রাখেনি বর্তমান সরকার এর কর্মি সকল। এই কাটমানির বিরুদ্ধে বৃহত আনন্দতম করবেন জেলা জুড়ে।
,