বিভিন্ন দাবিদবা দাওয়া নিযে জেলা শাসক দপ্তরে অবস্থান বিক্ষোভ দেখাল ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ।

0
166

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ছাত্র ছাত্রীদের বিভিন্ন দাবিদবা আদাই ছাড়াও সাধারণ মানুষের জন্য জেলা শাসক দপ্তরে অবস্থান বিক্ষোভ দেখাল ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন । সমাজ পাড়া মোড় থেকে মিছিল টি শুরু হয়ে জেলা শাসক দপ্তরে তাদের দাবিগুলো তুলে ধরেন। দাবিগুলো হলো।১) ছাত্র-ছাত্রীদের অবিলম্বে বাস ভাড়া অর্ধেক করা।
২) ঘুঘুডাঙ্গা তে কলেজ স্থাপন
৩) বকেয়া ১০০ দিনের মজুরি সুদ সহ প্রদান করা,
৪) গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিতে হবে।
৫) চা বাগানে ন্যূনতম মজুরি জমির অধিকার ও বন্ধ বাগান অবিলম্বে চালু করতে হবে ।
৬)ধুপগুরি কে মহকুমা ঘোষণা করতে হবে।
৭)sc,st, obc ছাত্র-ছাত্রীদের শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে।
৮) svskp লোন তিন বছর বন্ধ হয়ে পড়ে আছে তা বেকার যুবক-যুবতীদের স্বার্থে পুনরায় চালু ,
৯) জেলার সরকারি অফিসগুলিতে শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে।