হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় চোখের জলে রামনগর চাউলখোলা বালিসাই বিভিন্ন বাজারে রাস্তায় বাবা।

0
231

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এ যেন এক জীবন যন্ত্রণার কাহিনী। শুধুই হারিয়ে যাওয়ার গল্প। অসহায় প্রতিবন্ধী হয়ে জীবন যুদ্ধে বারে বারে হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকেছে তার। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর চাউলখোলা বালিসাই বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে তিনি খোঁজ করে চলেছেন তার ছেলের। প্রতিবন্ধী হয়েও কষ্ট করে তিনি খুঁজে বেড়াচ্ছেন তার সেই অবলম্বকে। কবে ছেলেকে খুঁজে পাবেন, সেই অপেক্ষায় দিন গুণছেন বাবা।
এক পায়ে ভর দিয়ে প্রতিবন্ধী বাবা হেঁটে চলেছে রাস্তায়।হাতে ছেলের ছবি, চোখে জল। আগের সপ্তাহ থেকে খুঁজে পাচ্ছেন না নিজের ছোট ছেলেকে।ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দক্ষিণ সিতলার চাউলখোলার বাসিন্দা নন্দকুমার স্যামলের ছেলে শঙ্কর স্যামল মন্দারমনিতে ম্যাসেজে কাজ করতো, আগের সপ্তাহ থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে হয়েছে ছেলে ।বাবা জানালেন তার ছেলে হারিয়ে যাওয়ার কথা। রামনগর থানায় ও মান্দারমনি থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোক। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বাবা। বিগত কয়েক বছর আগে বড় ছেলেকেও হারিয়ে ফেলেছেন তিনি তাকেও পাওয়া যায়নি খোঁজে। এমনই রহস্যজনক হারিয়ে যাওয়া ঘটনায় হতবাক অনেকেই। ছোট ছেলেকে অবলম্বন করে জীবনে বেঁচে ছিলেন তিনি হঠাৎ করে সেই ছোট ছেলেকেই আবার খুঁজে চলেছেন অসহায় প্রতিবন্ধী বাবা। কান্নায় ভেঙে পড়েছেন তিনি। শংকর শ্যামল বিয়েও করেছিল পরিবারে তার সন্তান ও স্ত্রী ও রয়েছে।