রাজনৈতিক জীবনে সব থেকে বড় ভুল বিজেপিতে যোগদান করে-প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ।

0
347

নন্দকুমার, নিজস্ব সংবাদদাতা:- লক্ষ্মণ শেঠ। এক সময় পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় সাংসদ। নন্দীগ্রাম আন্দোলনের পর বাম রাজনৈতিক দল থেকে দূরত্ব তৈরি করে নতুন দল ভারত নির্মাণ পার্টি, বিজেপি এবং কংগ্রেস তার পর তৃণমূলে যোগদানের চেস্টা করলেও তা সম্ভব হয়নি। ২০১৯ সাল থেকে কংগ্রেসে থেকে যান। সদস্য তিনি জাতীয় কংগ্রেসের সহ সভাপতি পদ পেয়েছেন। দলের কর্মীকে চাঙ্গা করতে রাজনৈতিক ময়দানে আবার লক্ষ্মণ শেঠ। রবিবার পূর্ব মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের উদ্যোগে নন্দকুমার সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লক্ষ্মণ বাবু জানান, বিজেপিতে যোগদান করা রাজনৈতিক জীবনে সব থেকে বড় ভুল। ৬ মাস সংসার করে বুঝে নিয়েছে দলটির কোনো সংগঠন নেই। দেশে ও বাংলায় যদি পরিবর্তন আনতে পারে তা একমাত্র কংগ্রেস পারবে। পঞ্চায়েত, পুরসভা ও লোকসভাকে সামনে রেখে দলিয় নেতৃত্ব, কর্মী সমর্থকদের এক জোট করতে আমরা রাস্তায় নেমেছি। আগামী দিন বাংলা তথা রাজ্যকে পথ দেখাবে।