নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভ্যালেন্টাইন ডে মানেই যুবক ও যুবতীদের এক অনন্য আবেগ, শুধু যুবক-যুবতী নয় নব দাম্পত্য জীবনসহ প্রবীণরাও এই এই দিনটাতে বিশেষভাবে তাদের মনের মানুষকে গোলাপ ফুলসহ বিভিন্ন গিফট দিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করে। গত বেশ কয়েক বছর ধরেই পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব বাঙালির মধ্যে এখন অনেক বেশি। যদিও বাঙালির কাছে একটি বাড়তি উৎসব হয়ে দাঁড়িয়েছে এই ভ্যালেন্টাইন ডে দিনটি। যতদিন যাচ্ছে ততই ভ্যালেন্টাইন ডে তে মাতোয়ারা হচ্ছে যুবক-যুবতীরা, করছেন একে অপরকে প্রেম নিবেদন। কেউবা আড়ালে তাদের মনের মানুষকে প্রেম নিবেদন করতে দোকান থেকে কিনছেন গোলাপ ফুল। সকাল থেকেই নদীয়ার বিভিন্ন প্রান্ত সহ শান্তিপুরেও একই চিত্র ধরা পরল বিভিন্ন গোলাপ ফুলের দোকান থেকে। তবে আজকের দিনটার যে মুহূর্ত সবটাই গোপন রাখার চেষ্টা করেছেন অনেক যুবক-যুবতীই। কেউবা আবার তুলে ধরেছে তাদের মনের কথা, সব মিলিয়ে বাঙালির এক বাড়তি পাওনা এই ভ্যালেন্টাইন ডে উৎসব। গোলাপ ফুল বিক্রেতারা জানিয়েছেন গত দু’বছর করোনার কারণে এই উৎসবে অনেকটাই ভাটা পড়েছিল, কিন্তু এবছর গোলাপ ফুলের চাহিদাও রয়েছে তুঙ্গে, কিন্তু হয়তো অন্যান্য গিফটের দিকে ঝুকছে যুবক-যুবতীরা, তাই গোলাপ ফুলের চাহিদা থাকলেও বিক্রি অনেকটাই কম হচ্ছে বলে জানিয়েছেন ফুল বিক্রেতারা। অন্যদিকে যে সমস্ত পার্ক উদ্যানগুলি রয়েছে সেখানে সকাল থেকেই যুবক যুবতীদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে যথেষ্ট।
Home রাজ্য দক্ষিণ বাংলা গোলাপ ফুলের চাহিদা থাকলেও বিক্রি অনেকটাই কম হচ্ছে বলে জানিয়েছেন ফুল বিক্রেতারা।