দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দৃশ্যতই, হতশ্রী অতীত। অথচ, গত শতাব্দীর শেষের দিকেও শিশু-কিশোরদের আনন্দের অন্যতম ঠিকানা ছিল এই উদ্যান। অথচ আজ সারা শরীরে অবহেলা মেখে দাঁড়িয়ে রয়েছে বালুরঘাট শহরে ৫ নম্বর ওয়ার্ডের বটকৃষ্ণ শিশু উদ্যান। বালুরঘাট পুরসভার উদ্যোগে একসময় এই শিশু উদ্যানটিকে সাজিয়ে তোলা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন এই শিশুউদ্যানের দেখভাল না হওয়ার কারণে, সীমানা প্রাচীর যেমন খোয়া গিয়েছে, তেমনি খেলার সামগ্রিগুলিও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে । এই এলাকায় যেমন দিন রাত আড্ডা চলে, তেমনি এই শিশু উদ্যান এখন গৃহস্থালি কর্মকাণ্ড এর জায়গা হয়ে উঠেছে। এই শিশু উদ্যান, এলাকার খেলার মাঠগুলিও আবর্জনায় ভরে উঠছে। এই সমস্ত সমস্যার সমাধান ও ওই শিশু উদ্যানটি পুনরায় সাজিয়ে তোলার দাবি রয়েছে এলাকাবাসীর।
বাসিন্দারা বলেন, পরিত্যক্ত এই পার্কে অসামাজিক কাজকর্ম ও সমাজবিরোধীদের আড্ডা হয়।পুলিশি নজরদারি বাড়ানো উচিত।
বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্ত্তী জানান, এই ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বলেন, ওই পার্কের জমি নিয়ে কিছু জটিলতা রয়েছে। সেইগুলি সমস্যা মিটিয়ে পার্কটি চালু করতে উদ্যগ নিয়েছি।
Home রাজ্য উত্তর বাংলা সারা শরীরে অবহেলা মেখে দাঁড়িয়ে রয়েছে বালুরঘাট শহরে ৫ নম্বর ওয়ার্ডের বটকৃষ্ণ...