নদীয়া, নিজস্ব সংবাদদাতা:– বাংলাদেশের চিনিকলে ছাড়া বর্জ্য জলে প্রতিবছরই সাত থেকে আট বার প্রবলভাবে দূষিত হয় চূর্ণী নদী। আর যার ফলে মরে যায় নদীর মাছ থেকে শুরু করে জলজ জীব। ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার মৎস্যজীবী। আর এই কারণে এবার দূষণের মাত্রা মাপতে এবং পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রানাঘাটে এলো স্বেচ্ছাসেবী সংস্থা লাইফের একটি প্রতিনিধি দল। এদিন তাঁরা চূর্ণী পাড়ের বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি পরিদর্শন করেন মাঝদিয়ায় চূর্ণীর উৎসস্থল। এদিন লাইফের পক্ষ থেকে জানান হয় চূর্ণী নদীর দূষণ নিয়ে জাতীয় পরিবেশ আদালতে কিভাবে এই পরিস্থিতি তুলে ধরা যায় সে বিষয়ে আইনি পরামর্শ দেবে এই স্বেচ্ছাসেবী সংস্থা।
Home রাজ্য দক্ষিণ বাংলা চূর্ণী নদীতে দূষণের মাত্রা মাপতে এবং পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রানাঘাটে এলো...