নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- পুকুর পাড়ের সীমানা বেড়া ভাঙার প্রতিবাদ করায় এক অন্ত:সত্ত্বা মহিলাকে ব্যাপক মারধরের অভিযোগ এক প্রতিবেশী পরিবারের ৩ জনের বিরুদ্ধে। ৪ মাসের অন্ত:সত্ত্বা মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার রাতের দিকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আক্রান্ত মহিলার নাম চম্পা রজক(২৫)। ইংলিশবাজার থানার নিত্যানন্দপুরে বাড়ি তাঁর। অভিযুক্তরা কানাই রজক, তার স্ত্রী মল্লিকা রজক ও মা শ্রীমতী রজক। চম্পাদের একটি পুকুর রয়েছে গ্রামের এক প্রান্তে। সেখানে যোগানদার হিসেবে থাকেন শ্বশুরমশাই। এদিন অভিযুক্ত কানাই পুকুরপাড়ের রাস্তা ধরে আসার সময় বেড়ার কিছুটা অংশ তার কাছে ভেঙে যায়। ওই পুকুর পাড়ের সীমানা বেড়া নিয়ে প্রতিবাদ করেছিলেন শ্বশুর। পরে সে বাড়িতে এসে পরিবার-সহ আক্রমণ চালায় চম্পার ওপর।
Home রাজ্য উত্তর বাংলা এক অন্ত:সত্ত্বা মহিলাকে ব্যাপক মারধরের অভিযোগ এক প্রতিবেশী পরিবারের ৩ জনের বিরুদ্ধে।