হিলি থানার উজালা এলাকায় রাত্রী সাড়ে সাতটা নাগাদ এক যুবককে গুলি মারার ঘটনা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়।

0
236

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার একেবারে ভারত এবং বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি থানার উজালা এলাকায় রাত্রী সাড়ে সাতটা নাগাদ এক যুবককে গুলি মারার ঘটনা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। জানা গেছে হিলির উজাল এলাকার যুবক মিঠুন মন্ডল নামে তাহার প্রতিবেশী রানা মন্ডলকে দেশীয় পিস্তল দিয়ে গুলি ছুড়ে বলে এমনটাই অভিযোগ। আর এই ঘটনা চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকায়। ঘটনাস্থলে ছুটে গেছেন ডিএসপি ডক্টর সোমনাথ ঝা সহ বিশাল পুলিশ বাহিনীর দল। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত মিঠুন মন্ডল কে বালুরঘাট সদর ডিএসপির নেতৃত্বে হন্য হয়ে খুঁজছে বিশাল পুলিশ বাহিনী। তবে কি কারণে প্রতিবেশী দুই যুবকের মধ্যে গুলি ছড়ার ঘটনা ঘটলো এই নিয়ে কিন্তু এলাকার বাসিন্দারা মুখে কুলুপ এঁটেছেন। ডিএসপি সদর সোমনাথ ঝা জানিয়েছেন যে এই মুহূর্তে কিছু বলা যাবে না অভিযুক্ত মিঠুন মন্ডলকে পুলিশ খুঁজছে এই বিষয়ে পরে জানানো হবে। ঘটনার পর থেকেই সজাগ রয়েছে সীমান্ত বর্তী এলাকায় পাহারারত বিএসএফের জোয়ানরা।

দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে সীমান্তবর্তী এলাকায় উজাল গ্রামে এক যুবককে গুলি মরার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।