সুকন্যা মুস্তাককে তাঁর অসামান্য সাফল্যের জন্য সংবর্ধনা প্রদান করে ফালাকাটা ব্লক তৃণমূল সংখ্যালঘু সেল।

0
268

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় দরিয়া বিভাগে রাজ্য সেরা হয় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের প্রমোদনগরের কলেজ পড়ুয়া সুকন্যা মুস্তাক। জানা গিয়েছে, চলতিমাসের ১২ থেকে ১৫ তারিখ পর্যন্ত কোচবিহার জেলার কুশিয়ারবাড়ি হলেশ্বর হাইস্কুলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার দুপুরে সুকন্যা মুস্তাককে তাঁর অসামান্য সাফল্যের জন্য সংবর্ধনা প্রদান করে ফালাকাটা ব্লক তৃণমূল সংখ্যালঘু সেল। এদিন ফালাকাটা ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আলতাব হোসেন জানান,সুকন্যা আমাদের গর্ব, তাকে আশীর্বাদ করতে সংবর্ধনা প্রদান করতে আসা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংখ্যালঘু সেলের আলিপুরদুয়ার জেলা সভাপতি আব্দুল মান্নান ছিলেন জটেশ্বর দুই নম্বর অঞ্চল সংখ্যালঘু সেলের সভাপতি আমিনুল হক সহ অনেকেই। এদিন ফুলের তোড়া ও মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা পেয়ে আপ্লুত সুকন্যা।