শান্তিপুর সুরধ্বনি নদী বাঁচাতে দীর্ঘ ১৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রথম আনুষ্ঠানিকভাবে আন্দোলন শুরু।

0
264

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর সুরধ্বনি নদী বাঁচাতে বিভিন্ন পরিবেশ কর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সমাহার শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চের পক্ষ থেকে আজ হিজুলি মোড় থেকে ঘোড়ালিয়া পর্যন্ত দীর্ঘ14 কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রথম আনুষ্ঠানিকভাবে আন্দোলন শুরু। যদিও এর আগে প্রশাসনিক বিভিন্ন দপ্তরে শান্তিপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ কর্মী এবং বিজ্ঞান কর্মীদের লাগাতার ডেপুটেশনেও কোন কাজ হয়নি বলেই জানিয়েছেন তারা। বিভিন্ন জনপ্রতিনিধিদের সদিচ্ছা থাকলেও নদী বাঁচানোর সদিচ্ছা কোনো সরকারের তরফেই লক্ষ্য করা যায়নি। বরং একশ্রেণীর অসাধু ব্যবসায়ী, স্বার্থান্বেষী মানুষ জবর দখল করে চলেছে। নদী ভরাটের মতো ঘৃন্য কাজ চলছে প্রকাশ্যেই, প্রশাসন উদাসীন। অথচ জাতীয় সম্পত্তি রক্ষার দায় সকলের। আজ বেশ কয়েকটি ধর্মীয় সংগঠনও এই সামিল হন। তারা বলেন এই নদী পথেই অতীতে শ্রীচৈতন্য মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত আচার্যের কাছে দীক্ষা নিতে এসেছিলেন। পাণ্ডিত্য অর্জনের জন্য মাঝেমধ্যেই তিনি এবং তার শিশুরা অনেকেই পৌঁছাতেন শান্তিপুর।