নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- নদীয়ার শান্তিপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের সামনে সাড়ে নটা ডাউন শিয়ালদা লোকাল ছাড়ার পর যাত্রীরা লক্ষ্য করেন এক ষাটোর্ধ্ব বৃদ্ধা বৃদ্ধাশ দুটি পায়ের উপর দিয়ে রেলের চাকা যাওয়ার ফলে, তা কেটে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। রক্তাক্ত ওই বৃদ্ধা বেশ খানিকক্ষণ ধরে কাতরাচ্ছিলেন। আশেপাশে ভিড় জমে গেলেও, খুব একটা সদর্থক ভূমিকা পালন করতে দেখা যায়নি ভিড় জমানো মানুষজনের। এরপর শান্তিপুর রেলওয়ে স্টেশনের এক আর পি এফ পুলিশ কর্মী স্থানীয় দুই যুবক এক টোটো চালককে রাজি করিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করান। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে, কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখনো পর্যন্ত ওই বৃদ্ধার নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
তবে, কর্মী শঙ্কটের কারণে হোক, বা অন্য কিছু জিআরপির এ বিষয়ে কোনো তথ্য লক্ষ্য করা যায়নি। আরপিএফ এর পক্ষ থেকে, এক পুলিশ কর্মী শেষমেষ কৃষ্ণনগর হাসপাতাল পর্যন্ত পৌঁছান ওই বৃদ্ধাকে নিয়ে।
Home রাজ্য দক্ষিণ বাংলা নদীয়া শান্তিপুর রেলওয়ে এক নম্বর স্টেশনের সামনেই রেলে কাটা পড়ে অজ্ঞাত পরিচিতা...