বাঁকুড়া জেলায় ৮৬৫ টি প্রাথমিক স্কুল বন্ধের খবর আসতেই চিন্তায় গ্রাম বাংলার অবিভাবকেরা।

0
168

আবদুল হাই, বাঁকুড়াঃ সারারাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও যে-সব স্কুলে ৩০ এর কম ছাত্র ছাত্রী সংখ্যা সেই সব স্কুল বন্ধ করবে রাজ্য শিক্ষা দপ্তর।বাঁকুড়া জেলাতেও সেই স্কুলের সংখ্যা প্রায় ৮৬৫।যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে গ্রামের বেশিরভাগ অভিভাবকদের।কারণ শহর অঞ্চলে ছাত্র-ছাত্রীদের কাছে শিক্ষার বিকল্প ব্যবস্থা থাকলেও,গ্রামগঞ্জে সেই সুযোগ একেবারেই নেই।যার ফলে গ্রামগঞ্জে এই সমস্ত স্কুলগুলি বন্ধ হয়ে গেলে ছাত্র-ছাত্রীদের অন্যত্ত্ব পড়াশোনার জন্য নিয়ে যেতে গেলে যথেষ্ট বেগ পেতে হবে অভিভাবকদের।আর এর ফলে স্কুল ছুটের সংখ্যাও বাড়বে প্রচুর দাবি অবিভাবকদের।তাই অবিভাবক থেকে শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই মেনে নিতে পারছে না স্কুল বন্ধের নির্দেশ।